দক্ষিণ ভারতের জনপ্রিয় মালয়ালম অভিনেতা ও মিমিক্রি শিল্পী কালাভাবন নাভাস মারা গেছেন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কেরালার কোচির চোট্টানিক্কারার একটি হোটেল কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
শুক্রবার (০১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় চেক আউট করে বাড়ি ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ে রিসেপশনে না যাওয়ায় হোটেল কর্মচারী ও শুটিং ইউনিটের সদস্যরা তার রুমে যান। দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তারা। খবর পেয়ে পুলিশ এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই এই অভিনেতার মৃত্যু হয়েছে। তবে শনিবার (২ আগস্ট) তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে কোনো ধরনের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
এমএ//