ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। শনিবার (০২ আগস্ট) একদিনেই আরও ৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ৭৯ জন। খবর আনাদোলু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬০ হাজার ৪৩০ জন মানুষ। আহত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭২২ জনেরও বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া অনেকের এখনো সন্ধান মেলেনি। যেহেতু উদ্ধারকারীরা সব জায়গায় পৌঁছাতে পারছেন না, তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ত্রাণ সংগ্রহের সময় হামলার শিকার হয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৪২২ জন। শুধু ত্রাণ নিতে গিয়েই আহত হয়েছেন আরও ৮৪৯ জন। গাজায় বিতর্কিত মানবিক তৎপরতা শুরু হওয়ার পর থেকে আহতের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৭ জনের বেশি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ডে হঠাৎ আক্রমণ চালায়। ওইদিন ১ হাজার ২০০ জনকে হত্যা করা হয় এবং অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়।
এই হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা দীর্ঘ ১৫ মাস ধরে চলে। মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি স্বল্প সময়ের যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি বানচাল করে আবারও আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী (আইডিএফ)।
এদিকে, গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরাইল এখন গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি।
এমএ//