আন্তর্জাতিক

পরকীয়ায় মগ্ন স্ত্রী, সন্তানদের বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ভালোবাসা ভেঙে গেলে শুধু সম্পর্কই শেষ হয় না, কখনো কখনো শেষ হয়ে যায় জীবনও। স্ত্রীর পরকীয়ার যন্ত্রণায় চরম মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন এক স্কুলশিক্ষক। তারপর নিজেও আত্মহত্যা করেন তিনি। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে।

শনিবার (০২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তির নাম অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি। ঘটনার পর তার স্ত্রী ফাল্গুনিভাই এবং তার প্রেমিক নরেশ কুমারকে আটক করেছে পুলিশ।

সুরাটের ডেপুটি পুলিশ কমিশনার বিজয় সিং গুজর জানান, ঘটনার দিন অলপেশভাইয়ের স্ত্রীর ফোন রিসিভ না করায় তিনি বাড়িতে ফিরে যান। সেখানে ঘরের দরজা বন্ধ পেয়ে আত্মীয়দের ডেকে ভাঙেন। ঘরে ঢুকে দেখেন— অলপেশভাই এবং তার দুই সন্তান মৃত অবস্থায় পড়ে আছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৫–৬ পাতার সুইসাইড নোট, দুটি ডায়েরি ও অলপেশভাইয়ের মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার করেছে। ডায়েরির একটিতে তিনি স্ত্রীকে উদ্দেশ করে তার মনের কষ্ট ও ঘটনাগুলো বিস্তারিতভাবে লিখে রেখেছিলেন।

পুলিশ জানায়, স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। অলপেশভাইয়ের ভাই অভিযোগ করেন, তার ভাইয়ের স্ত্রী ফাল্গুনিভাইয়ের সঙ্গে নরেশ কুমার নামে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে অলপেশভাই চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এবং শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পরকীয়া #ভারত