জাতীয়

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু : সিইসি

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আসন্ন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ১ মাসের পরিকল্পনা করা হয়েছে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চায় ইসি। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চাই।

তফসিল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, যেদিন ভোট গ্রহণ করা হবে, তার দুই মাস আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা সৃষ্টি করা, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, এআইয়ের অপব্যবহার রোধ করা এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। 

সিইসি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে, কেনাকাটাও চলছে। 

আসন্ন সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি #সিইসি #নির্বাচন কমিশন #নির্বাচন #ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন