অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১৩৮ ফিলিস্তিনি।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (০৬ আগস্ট) গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৭১ জন আহত হন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ১৫৮ এবং আহত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৪২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ৮৭ জন নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার ৬৫৫ এবং আহত ১১ হাজার ৮০০ জনে পৌঁছেছে। অপুষ্টি ও অনাহারে গত এক দিনে ৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা ১৯৩-এ পৌঁছেছে, যার মধ্যে ৯৬ জনই শিশু।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
এসকে//