আন্তর্জাতিক

গাজা সিটি দখলে পরিকল্পনা অনুমোদন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্যোগে প্রস্তাবটি চূড়ান্ত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

শুক্রবার (০৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনাদের দ্রুত গাজা সিটির পূর্ণ দখল নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি, যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এক ইসরাইলি জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটি থেকে সকল ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য অঞ্চলে সরিয়ে নেওয়ার পর অবশিষ্ট হামাস যোদ্ধাদের ঘিরে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গত কয়েকদিন ধরেই এ ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে নেতানিয়াহুর পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরাইল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে, তবে সেখানে সরাসরি সরকার গঠন নয়— বরং নিরাপত্তা বলয় গড়ে তুলে তা তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

 

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গাজা দখলের সিদ্ধান্ত গত সপ্তাহেই চূড়ান্ত হয়েছে এবং দ্রুতই তা কার্যকর করা হবে। সোমবার দেশটির সংবাদমাধ্যম  চ্যানেল ১২ নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছিল, ‘গাজা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #গাজা #ফিলিস্তিন