গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের আলতাফ স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলা,দৈনিক সমকাল এর সুনামগঞ্জ প্রতিনিধি পংকজ কান্তি দে'র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেছে এবং পুলিশ ইতোমেধ্যে তাদের ৭ জনকে গ্রেপ্তার করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিচার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক এড.খলিল রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি আকরাম উদ্দিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েল, দৈনিক হক বার্তার প্রকাশক এড. আমিরুল হক,এডিশনাল পিপি এড. শামীম আহমদ,সাবেক চেয়ারম্যান বদরুল কাদির শিহাব,দৈনিক বাংলা বাজার প্রতিনিধি মো আব্দুল শহীদ,যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি সোহানুর রহমান সোহান,শিক্ষক উস্তার আলী,সাংবাদিক জাহাঙ্গীর আলম,মোশফিকুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ,ভোরের পাতা প্রতিনিধি তাজুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার প্রতিনিধি আশিকুর রহমান আশিক,প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. এআর জুয়েল।
আই/এ