মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে একটি ছোট একক ইঞ্জিনের বিমান অবতরণের সময় পার্ক করে রাখা একটি খালি বিমানে ধাক্কা দেয়, সংঘর্ষের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। উত্তর-পশ্চিম মন্টানার ক্যালিস্পেল শহরের দক্ষিণে অবস্থিত এই বিমানবন্দরটি প্রায় ৩০ হাজার জনসংখ্যার একটি ছোট শহরের বিমান চলাচল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানান, সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে সোকাটা টিবিএম ৭০০ মডেলের একটি টার্বোপ্রপ বিমান চার যাত্রী নিয়ে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করে রাখা একটি খালি বিমানে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, যা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি দক্ষিণ দিক থেকে রানওয়ের দিকে আসার সময় রানওয়ের শেষ প্রান্তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ধাক্কার সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা পাইলটসহ চারজন যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এদের মধ্যে দুইজন যাত্রী সামান্য আহত হন এবং ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ইতোমধ্যে এফএএ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সূত্র: এনডিটিভি
এসকে//