আন্তর্জাতিক

৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ জানিয়েছেন, সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, এই অভিযান মূলত সেসব বিদেশিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যাঁরা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন। এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এই সিদ্ধান্ত নিচ্ছে।

দেশটিতে শিগগির নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন #কুয়েত #৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল