আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাবে তা এই বৈঠকে নির্ধারণ হবে। ট্রাম্প বলছেন, মাত্র দুই মিনিটে পুতিনের মন বুঝে তিনি গতিপথ নির্ধারণ করতে চান। রাশিয়া-ইউক্রেনের মধ্যে ‘ভূমি বিনিময়’ নিয়ে আলোচনা করতে চান।
সোমবার (১১ আগস্ট) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা না দেখলে তিনি আলোচনা ভেস্তে দিবেন। এরপর রাশিয়া-ইউক্রেন যত পারে লড়াই চালিয়ে যাবে।