আন্তর্জাতিক

শুল্কবিরতি আরও ৯০ দিন বাড়ালো চীন-আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকা ও চীন তাদের বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি থাকবে। উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেয়া হয়।

সোমবার (১১ আগস্ট) বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য স্থগিত থাকবে।  এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখবে।

চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন #আমেরিকা #চীন