যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় ট্র্যাক্টর মিছিল করেছে ভারতীয় বাণিজ্য ও কৃষক ইউনিয়নের সদস্যরা।
বুধবার (১৩ আগস্ট) আয়োজিত ওই মিছিলে কৃষক ইউনিয়নের সদস্য সুধর্শন কুলেশ্রা বলেছেন, আমেরিকা কখনোই ভারতকে সমর্থন করেনি, করবেও না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি মিথ্যাবাদী। তিনি জনগণকে বিভ্রান্ত করছেন।
এসময় মার্কিন তৈরি কোমল পানীয়, যেমন কোকা-কোলা, বয়কট করার আহবান জানান নেতারা। বিকল্প পণ্য হিসেবে ভারতের লেবু ও মহিষের দুধ পান করার অনুরোধ জানান তারা।