আন্তর্জাতিক

বাংলাভাষী মুসলিম পরিবারদের উচ্ছেদ করছে আসাম সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের বিশ্বনাথ জেলায় ৩০৯টি পরিবারকে রোববার (১৭ আগস্ট) উচ্ছেদ করেছে রাজ্য সরকার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, উচ্ছেদকৃতদের বেশির ভাগই বাংলাভাষী মুসলিম।

জেলা প্রশাসক সীমান্তকুমার দাস জানিয়েছেন, সেখানে ১৭৫ বিঘা জমি বেদখল ছিলো।

বিশ্বনাথ জেলার অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আলি সরকার বলেছেন, অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছে।

এই উচ্ছেদ কার্যক্রমে সমর্থন জানিয়েছে কয়েকটি জাতিগত সংগঠন। তারা রাজ্যে ‘মিঞা খেদা আন্দোলন’ (মিয়াদের তাড়ানোর আন্দোলন) করছে।মিঞা’মূলত আসামের বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত অবমাননাকর শব্দ। অবাঙালি ভাষাভাষীরা তাদেরকে অভিবাসী হিসেবে বলে।

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #আসাম #উচ্ছেদ #বাঙালি মুসলিম