আন্তর্জাতিক

পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক

পরকীয়া নিয়ে খোঁচা দেয়ায় ভারতের নদিয়ার শান্তিপুরে স্ত্রীকান ছিঁড়ে নিয়েছেন স্বামী। শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছেআনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।    

ভুক্তভোগী নারী ছবি দেবনাজানান, পেশায় শ্রমিক স্বামী টিঙ্কু দেবনাথ, বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। 

ছবি দেবনাথের দাবি, টিঙ্কু প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে রাতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন স্বামী। ঝগড়ার এক পর্যায়ে তিনি স্ত্রীর কান টেনে ছিঁড়ে দেন।   

আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করায় প্রতিবেশীরা। সোমবার (১৮ আগস্ট) থানায় হাজির হয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছবি দেবনাথ

শান্তিপুর থানা বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে  এ বিষয়ে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এখনো কোনো মন্তব্য করেননি।

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পরকীয়া #স্বামী #স্ত্রী