আইন-বিচার

স্ত্রী-সন্তানসহ সাবেক সামরিক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব এবং ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম এবং দুই মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার উপপরিচালক রেজাউল করিম।

আবেদনে বলা হয়,আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির অভিযোগ আছে। তিনি  ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখল করে যশোরের চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির উপর পার্ক নির্মাণ করেছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শতশত বিঘা জমি দখল করেছেন। নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে,, তিনি ও তার পরিবারের সদস্যরা বিদেশে পলায়নের চেষ্টা করছেন। তারা বিদেশে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনার সামরিক সচিব #ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য #মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী #দেশররত্যাগে নিষেধাজ্ঞা #আদালত