সৌদি আরব এবার ওমরাহ যাত্রীদের জন্য একটি নতুন ও অত্যাধুনিক সেবা চালু করেছে। বুধবার (২০ আগস্ট) হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম, ‘নুসুক’, চালু করেছে, যা বিশ্বব্যাপী মুসলিমদের ওমরাহ যাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে।
এই ডিজিটাল উদ্যোগটি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সৌদি সরকার এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্ব থেকে আরও বেশি মুসলিমকে সৌদি আরবে আনার এবং তাদের ওমরাহ অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে কাজ করবে।
‘নুসুক’ ওমরাহ প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি কোনও মধ্যস্থতাকারী ছাড়াই ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয় তারা ভিসা, আবাসন, যাতায়াত এবং অন্যান্য সেবা অনলাইনে বুক করতে পারবেন যা পূর্বে বেশ জটিল ছিল। এই সেবা সৌদি আরবের বাইরে থাকা মুসলিমদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘https://umrah.nusuk.sa’ ওয়েবসাইটের মাধ্যমে মুসলিম যাত্রীরা তাদের সব ভ্রমণসংক্রান্ত সেবা খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এই সেবার মাধ্যমে সৌদি আরব ওমরাহ যাত্রীদের সেবা ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত এবং স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘নুসুক’ প্ল্যাটফর্মটি ঐতিহ্যবাহী ওমরাহ এজেন্টদের সাথে একযোগে কাজ করবে। তবে এখানে যাত্রীরা নিজেদের সুবিধামতো ভিসা, হোটেল, যাতায়াত কিংবা প্যাকেজ বুক করার স্বাধীনতা পাবেন। ফলে তারা একটি সম্পূর্ণ প্যাকেজ গ্রহণ করার পাশাপাশি আলাদা আলাদাভাবে সেবাগুলোও নির্বাচন করতে পারবেন।
সূত্র: সৌদি গেজেট
এসকে//