বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং এটি সবার—প্রত্যেক নাগরিকের। এ কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ বা দলীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির মূল রাজনৈতিক দর্শন।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “বাংলাদেশ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এটি আমাদের সবার। প্রত্যেক নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়—বাংলাদেশি। বিএনপির রাজনীতি এই সত্যের উপর প্রতিষ্ঠিত যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “কোনো নাগরিককে নিরাপত্তার জন্য দলীয় লেবেলের আড়ালে লুকিয়ে থাকতে হবে না। ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে তুলতে পারবে না। শুধুমাত্র গণতন্ত্র ও আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “এ নির্বাচন কেবল রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি একটি ঐতিহাসিক সুযোগ—আজকের এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ে তোলার।”
হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের হিন্দু ভাই-বোনদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি—বিএনপির পাশে থাকুন। ভবিষ্যৎ নির্মাণে আমাদের সমর্থন ও সহযোগিতা দিন।”
তারেক রহমান আরো বলেন, “রাজনীতি, বিশ্বাস বা দর্শন ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। ধর্ম ব্যক্তিগত, কিন্তু নিরাপত্তা প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জন্মগত অধিকার।”
তিনি শেষ করেন এই আহ্বান দিয়ে, “আসুন, আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলি, যা সবার।”