গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার ঘটনায় স্বামী বকুল প্রধান (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, প্রায় ৩০ বছর আগে বিয়ে হওয়া বকুল প্রধান (৫২) এবং তার স্ত্রীর সম্পর্কের মধ্যে গেল ৭-৮ বছর ধরে যৌতুকের চাপ তৈরি হয়। বকুল প্রধান তার স্ত্রীর বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ২ লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। টাকা সংগ্রহ করতে ব্যর্থ হলে বকুল শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ পরিস্থিতি চরমে পৌঁছালে গেল ৬ জুলাই বকুল প্রধান এবং তার সহযোগীরা লোহার রড দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। হত্যার পর নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত বকুল প্রধানকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে আটক করা হয় এবং তদন্ত চলছে।
এসকে//