কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে।
শুক্রবার (২২ আগস্ট) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকায় সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী ধরলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০ টি পরিবারসহ ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকেই। মানববন্ধনে বক্তৃতারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত আবাদি জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী।
আব্দুস ছালাম ও জাফর আহমেদ জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড চরগোরকমন্ডলের উত্তর দিকে প্রায় ৬ হাজার জিও ব্যাগ ফেলানো হয়েছে। তারপরও নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। যেখানে জিও ব্যাগ ফেনানো হয়েছে। ঠিক সেখান থেকে দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা তীব্র ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি ধরলায় গিলে খাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপাতত জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের জন্য জোড় দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান জানান, ভাঙন রোধের চরগোরকমন্ডল এলাকায় ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেয়া হয়েছে। ফেলানোর কাজেও শেষের দিকে। সেখানে আরও একটি প্যাকেজ এর বরাদ্দ দেয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী।
আই/এ