আমদানি-রপ্তানি

ভারত থেকে এলো ৫২৫ টন চাল

ফাইল ছবি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি করেছে বাংলাদেশভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই চালানে ১৫ ট্রাকে মোট ৫২৫ টন চাল দেশে এসেছে।

সোমবার (২৫ আগস্ট)  আমদানিকারক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। চালগুলো আমদানি করেছে মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স।

তিনি বলেন,  চালের বাজার অনেকদিন ধরেই অস্থির। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর দ্রুত চাল এনেছেনএতে বাজারে কিছুটা স্বস্তি আসবে বলে তিনি আশা করেন

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, দুই চালানের সবগুলো ট্রাক বন্দরে পৌঁছেছে এবং খালাস সম্পন্ন হয়েছে। কাস্টমস প্রক্রিয়া শেষে খুব দ্রুতই চাল বাজারে পৌঁছাবে। এতে শুধু বাজারে স্বস্তি আসবে না, সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

পাইকারি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, যত বেশি আমদানি হবে বাজার তত দ্রুত স্থিতিশীল হবে। তাদের ধারণা আমদানি করা চাল এলে পাইকারিতে দাম ৩-৪ টাকা পর্যন্ত কমবে।

আই/এ

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চাল