মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হয়ে যাবে।
সোমবার ট্রাম্প জানান, 'এই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। কারণ ক্ষুধা এবং নির্মম মৃত্যু ও প্রাণহানি বাড়ছে। তার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে। এর আগেও ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল। তা কার্যকর হয়নি।
বরং, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।