আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় লক্ষ্যবস্তু ছিলেন না নিহত সাংবাদিকরা : সামরিক মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

গাজার একটি হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের দুই সাংবাদিক হামলার লক্ষ্যবস্তু ছিলেন না।

মঙ্গলবার (২৬ আগস্ট) রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালে সোমবারের ওই হামলায় ফিলিস্তিনি ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি নিহত হন।

তিনি রয়টার্সের জন্য কাজ করতেন। হামলায় আল জাজিরা এবং অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকসহ ২০ জন নিহত হন। হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল