গুগল তাদের নতুন পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছে। এর সাথেই এসেছে এক যুগান্তকারী ফিচার। থাকবে ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা।
গুগল জানিয়েছে, এই ফিচারটি কাজ করবে সরাসরি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ মোবাইল সিগন্যাল বা ওয়াইফাই না থাকলেও হোয়াটসঅ্যাপ কল করা যাবে। কল করার সময় ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকনও দেখা যাবে।
গুগলের অফিশিয়াল এক্স হ্যান্ডলের ঘোষণা অনুযায়ী, আসছে ২৮ আগস্ট থেকে এই সুবিধা পাওয়া যাবে। একই দিন বাজারে আসবে পিক্সেল ১০ সিরিজের ফোন।
ফিচারটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের মাধ্যমেই ব্যবহার করা যাবে। ভয়েস–ভিডিও কল ছাড়াও মেসেজিং সুবিধা পাওয়া যাবে কিনা—এ বিষয়ে এখনো পরিষ্কার করে জানায়নি গুগল।
অ্যাপল আগে থেকেই জরুরি স্যাটেলাইট টেক্সট মেসেজের সুবিধা দিচ্ছে। তবে গুগল সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলের সুযোগ দিয়ে ব্যবহারকারীদের আরও এগিয়ে নিল। বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে নেটওয়ার্ক থাকে না, সেখানে এই ফিচার বেশ কার্যকর হবে।
এমএ//