জাতীয়

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের বৈঠকে কর্মপরিকল্পনাটি অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব আখতার আহমেদ বলেন, রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে, কেবল আনুষ্ঠানিকভাবে প্রকাশ বাকি। নির্বাচনী রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, রাজনৈতিক সংলাপ, প্রশিক্ষণ ও অন্যান্য প্রস্তুতিমূলক কর্মসূচির সময়সীমা উল্লেখ থাকবে।

এদিকে, আসন পুনর্নির্ধারণ নিয়ে চার দিনের শুনানি শেষ হয়েছে বুধবার। এতে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১ হাজার ৮৯৩টি দাবি-আপত্তি জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল খসড়া প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #নির্বাচনের রোডম্যাপ #ইসি