রাজনীতি

পিআর পদ্ধতিতে আবারও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগের পুরনো পদ্ধতিতে যেখানে দিনের ভোট রাতে হয়, ভোট ডাকাতি হয়, ব্যালট বাক্স হেলিকপ্টারে ছিনতাই হয়; সেভাবে ৫৪ বছরের ইতিহাসের ধারাবাহিকতায় নির্বাচন হবে না। এতে নির্বাচন সুষ্ঠু না হলে দেশ আবার এক মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে। সংঘাত এড়াতে পিআর পদ্ধতিকে সামনে রেখেই আবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, নির্বাচন কমিশন রুটিনওয়ার্ক অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করতে পারে, এতে তাদের আপত্তি নেই। তবে নির্বাচন পদ্ধতি এবং সংস্কার বিষয়ে যেহেতু এখনও চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হয়নি। এটি বিবেচনা করে এই নির্বাচন পদ্ধতির সমাধান করে তারপর রোডম্যাপ দিতে পারলে ভালো হতো।

তিনি বলেন,  নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল করে অস্ত্রবাজি হবে না, বেশি টাকা খরচ হবে না, জোরজবরদস্ত ভোটও নিয়ে আসতে হবে না। সারাদেশের মানুষ কত শতাংশ মানুষ একটি দলকে চায় এটির ওপর সংসদের আসন নির্ধারিত হবে। আর এই সহজ পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি আরও বলেন, সংস্কার ও পিআর পদ্ধতি নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। সংস্কার, বিচার আর নির্বাচন এই তিনটি আপনার ইস্যু হলেও সংস্কার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই কিন্তু সংস্কার আর বিচার শেষ করেই তো নির্বাচনের তারিখ ঘোষণা করতে হতো। সংস্কার ছাড়া নির্বাচন হবে না। বিচার নিশ্চিত না করে নির্বাচন দিলে মানুষ মানবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, জসিম উদ্দিন সরকার প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা. তাহের