সিরাজগঞ্জের কাজিপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুতের অভিযোগে দুটি গুদামে অভিযান চালিয়ে ৩৪৩ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।
জেলা প্রশাসন জানায়, প্রথমে উপজেলার পুরাতন মেঘাই এলাকার সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদামে অভিযান চালিয়ে ৫০ কেজির ৪৫ বস্তা ও ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করা হয়।
পরে একই এলাকায় মৃত আকবর হোসেনের ছেলে সাব্বিরের গুদামে আরেকটি অভিযান চালিয়ে ৫০ কেজির ২৮ বস্তা ও ৩০ কেজির ২২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় উভয় গুদাম মালিকই পলাতক ছিলেন।
কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী জানান, জব্দকৃত সব চাল সরকারি খাদ্য গুদামে জমা রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি গুদামে অভিযান চালানো হয়। অবৈধভাবে মজুতের অভিযোগে গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আই/এ