ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের ভয়াবহ বোমাবর্ষণে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার চিকিৎসা সূত্র জানায়, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ। গাজা নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ইসরাইলি সেনারা গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে, যা গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, এই অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটতে পারে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের ‘একটি নতুন ও ভয়াবহ ধাপ’ ।
তিনি সতর্ক করে বলেন, গাজায় সেনা অভিযান ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে। লাখো বেসামরিক মানুষ, যারা আগেই ক্লান্ত ও মানসিকভাবে বিধ্বস্ত, আবারও ঘরছাড়া হবেন। এই ভয়াবহ পরিস্থিতি মূলত ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল, যা মানবিকতার পরিপন্থি।’
এমএ//