ইসরাইলি বাহিনীর টানা অভিযানে ফিলিস্তিনের গাজা আবারও রক্তাক্ত। সোমবার (২ সেপ্টেম্বর) একদিনেই প্রাণ হারিয়েছেন ৫৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক গর্ভবতী নারী, তার অনাগত শিশু এবং আরও একটি শিশু। ঘটনাটি গাজা সিটির শাতি শরণার্থী শিবির এলাকায় ঘটেছে।
আল জাজিরা ও ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইল গাজার জায়তুন ও সাবরা অঞ্চলেও বোমা হামলা চালিয়েছে, যেখানে ধ্বংস হয়েছে এক হাজারের বেশি ভবন এবং মারা গেছে আরও ১০ জন।
আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, বাজারে বিস্ফোরণের পর মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ জানে না কোথায় গেলে নিরাপদ।
দেইর আল-বালাহ এলাকার একটি স্কুলেও হামলা চালানো হয়, যেখানে আশ্রয় নেয়া আনাস সাঈদ আবু মুগসিব নামের একজন নিহত হয়েছেন।
এদিকে অবরোধ আরোপের ফলে ভয়াবহ খাদ্য সংকটেও ভুগছে গাজাবাসী। শুধু সোমবারই অনাহারে মারা গেছে আরও ৩ শিশু। অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে খাদ্যাভাবে নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে, যাদের এক-তৃতীয়াংশই শিশু।
মানবিক সহায়তা প্রবেশ করছে প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ হারে। তবুও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের দুর্ভিক্ষ সতর্কতাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
এসকে//