সুদানে চলমান গৃহযুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই আশঙ্কাজনক হারে বেড়েছে কলেরার সংক্রমণ।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা (ওসিএইচএ) জানায়, গত এক বছরে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ২,৫৬১ জনের।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানায়, দীর্ঘ সংঘাতের ফলে সুদানে ইতিমধ্যেই দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সংকট ও দুর্ভিক্ষ। এরই মধ্যে কলেরা মহামারি রূপ নিয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।
ওসিএইচএ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। এতে ২০ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ১ কোটি ৪০ লাখ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ধারণা করা হচ্ছে বাস্তব মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়াতে পারে।
এসকে//