দেশজুড়ে

সিরাজগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সিরাতুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে আয়োজন করা হয় প্রথম বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজের শিহাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ইমামমুয়াজ্জিন কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কেরাত, হামদ, নাত, ইসলামিক কুইজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, “এ আয়োজন যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। রাসূল (সা.)-এর জীবনী ও আদর্শকে মানুষে মানুষে ছড়িয়ে দিতে হবে। নবীর জীবনাদর্শের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রয়োগ করতে পারলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইমামমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ও দরগাহ মসজিদুল কোবা মসজিদের ইমাম ও খতীব মুফতি রহুল আমীন। প্রধান আলোচক ছিলেন নর্দার্ন ফ্লাওয়ার মিলস মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আহমাদুল্লাহ সিরাজী এবং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের যুগ্মআহ্বায়ক এনামুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সচিব হাফেজ তালহা প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আলেমওলামা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।

সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ খান এবং জেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ তরিকুল ইসলাম।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো নবী করিম (সা.)-এর জীবনী ও সুন্নাহকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, নবী করিম (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে মিলাদুন্নবী বলা হয়, আর তাঁর জীবনচরিতকে ঘিরে আয়োজিত আলোচনা সভাকে বলা হয় সিরাতুন্নবী মাহফিলসিরাজগঞ্জে এবারের আয়োজন ছিল ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সমৃদ্ধ

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ