বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু আইনকানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না। মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজার রাখতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়েই এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব যেখানে আর কোনোদিন স্বৈরতন্ত্রের জন্য সুযোগ থাকবে না।
রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জনগণ যেন আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করে, সেটাই ভালো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। বিএনপি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে, জনবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চায়।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খাল ও নর্দমা পরিষ্কারের মতো সামাজিক উদ্যোগ এবং ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো ধরনের জনদুর্ভোগ না হোক। বরং এমন কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর হোক।’
আই/এ