যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে লন্ডনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় অন্তত ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর) আয়োজিত এ বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে সমাবেশের আয়োজনকারী সংস্থা ডিফেন্ড আওয়ার জুরিস।
সংগঠনটির দাবি, সন্ত্রাসবাদ আইনের ঝুঁকি নিয়েই বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। এসময় পুলিশ নির্মমভাবে দমন অভিযান চালিয়ে শত শত মানুষকে মাটিতে ফেলে গ্রেপ্তার করে।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ছিলেন, যেখানে লেখা ছিল— ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ শুধুমাত্র এই প্ল্যাকার্ড বহনের অভিযোগেই অনেককে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
আলজাজিরা ও প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে। একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন। ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তাকে আক্রমণ, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানোসহ বিভিন্ন অভিযোগে ৪২৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের ওপর মৌখিক নির্যাতন চালানোর পাশাপাশি ঘুষি, লাথি, থুতু এবং বিভিন্ন জিনিস নিক্ষেপ করেছেন।
এমএ//