অর্থনীতি

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমার কারণে এই স্বস্তি মিলেছে। আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। তবে খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখনও অব্যাহত আছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। জুলাইয়ের ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে আগস্টে তা ৮ দশমিক ৯০ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ, যা আগস্টে সামান্য বেড়ে হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মূল্যস্ফীতি