ক্যাম্পাস

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বায়ান্ন প্রতিবেদন

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ভিপি পদ থেকে বাদ পড়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী অমর্ত্য রায় জন।

রিট আবেদনে অমর্ত্য রায় দাবি করেন, তাকে অন্যায়ভাবে ভিপি পদ থেকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার বা প্রার্থী হতে পারেন না। এর আগে, গত ৭ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনার বরাবর লিগ্যাল নোটিশ পাঠান।

রিট আবেদনের শুনানি চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি (সভাপতি) পদে ১০ জন এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—

ছাত্রদল সমর্থিত প্যানেল

গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ (নেতৃত্বে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতু)

বামপন্থি সংগঠনগুলোর ‘সম্প্রীতির ঐক্য’

ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’

এছাড়া, বামপন্থি সংগঠনের অপর একটি অংশ ‘সংশপ্তক পর্ষদ’ নামে ৫ সদস্যের আংশিক প্যানেল এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশ ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে ৮ সদস্যের একটি আংশিক প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি, অনেক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালের ২৯ জুলাই। সেবার এক শিক্ষার্থীকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষের জেরে জাকসু ও হল সংসদ বাতিল করা হয়। এরপর থেকে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনও হাইকোর্টের স্থগিতাদেশের মুখে পড়ে। তবে আপিল বিভাগের আদেশে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাকসু নির্বাচন #হাইকোর্ট