জাতীয়

আইএমএফ থেকে ডলার আনতে জান বের হয়ে যায় : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন,‘আমরা বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলায় বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন হয়। অথচ আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতে আমাদের জান বের হয়ে যায়। সামনে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনায় বসতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে  পিকেএসএফ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন

উপদেষ্টা বলেন,  দুর্যোগ দুই ধরনেরপ্রাকৃতিক এবং মানবসৃষ্ট। কিন্তু মানবসৃষ্ট দুর্যোগের পরিমাণও কম নয়। প্রকৃতির ক্ষতির বড় একটি অংশও মানুষের কারণে হচ্ছে। তাই সমস্যার মূল জায়গায় সমাধান আনতে হবে।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এগুলো হলোবিজ্ঞানী, নীতিনির্ধারক, প্রতিষ্ঠান, অর্থের সংস্থানকারী এবং জনগণ। তিনি বলেন, ‘আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই সাধারণ মানুষ এগিয়ে আসেন। বাংলাদেশ সেই দিক থেকে এগিয়ে আছে। দুর্যোগে স্থানীয় মানুষ নিজেরা লড়াই করে। এটিকে কাজে লাগাতে হলে সচেতনতা বাড়াতে হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের সব ক্ষেত্রে দৃশ্যমান।

তিনি বলেন, ‘ডেঙ্গু বাড়ছে জলবায়ুর কারণে, সিলেটে পানি বৃদ্ধি থেকে শুরু করে মাতৃমৃত্যুএমন কোনো ক্ষেত্র নেই যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েনি। কিন্তু এসব গল্প আমরা বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে পারছি না। ফলে জলবায়ু তহবিল থেকে অর্থ পাওয়ার কেস শক্তিশালী হচ্ছে না।

প্রসঙ্গত,  তিন দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ৬০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। তারা জলবায়ু অর্থায়ন, বৈশ্বিক তহবিলের কাঠামো, অর্থ আহরণের চ্যালেঞ্জ ও মিডিয়ার দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ পাবেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অর্থ উপদেষ্টা