দেশজুড়ে

ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

তালুকদার রাসেল, পাবনা প্রতিনিধি

ছবি: বায়ান্ন টিভি

পাবনায় ইছামতি নদীর তীরবর্তী রেকর্ডভুক্ত চারটি বৈধ বসতির জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন।

‘ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক মো. আল মাসুদ রিজভীসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, শতবর্ষ ধরে নদীর দুই পাড়ে বৈধভাবে জমি কিনে বসবাস করছে বহু পরিবার। নিয়মিত খাজনা পরিশোধ করার পরও নদী পুনঃখনন প্রকল্পের নামে অধিগ্রহণ ছাড়াই ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও এভাবে উচ্ছেদ কার্যক্রম চালানোয় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

তারা হুঁশিয়ারি দেন, বৈধ জমির মালিকদের অধিকার রক্ষায় অবৈধ উচ্ছেদ বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ইছামতি নদী #বিক্ষোভ