জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ব্যবহৃত ওএমআর ফরম (ব্যালট পেপার) জামায়াতের নয়, বরং বিএনপি সমর্থিত প্রতিষ্ঠানের। এমন দাবি করেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় কিছু প্রমাণও উপস্থাপন করেন তিনি।
মাজহারুল বলেন, ‘ওএমআর ফরম সরবরাহকারী প্রতিষ্ঠানটি জামায়াতের এমন অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু বাস্তবে এগুলো এসেছে ‘এইচআর সফট বিডি’ থেকে। প্রতিষ্ঠানটির সিইও রোকনুজ্জামান রনি নিয়মিত খালেদা জিয়া, তারেক রহমান ও ড. ইউনূসকে সমর্থন জানিয়ে পোস্ট দেন। এমনকি খালেদা জিয়ার ছবি বিকৃত করা হলে তিনি ফেসবুকে প্রতিবাদও জানিয়েছেন। তাহলে কিভাবে বলা যায় এটি জামায়াতের প্রতিষ্ঠান?’
তিনি আরও বলেন, ‘মেশিন বা প্রতিষ্ঠান কার, সেটা মুখ্য বিষয় নয়। আসল বিষয় হলো মেশিনে কোনো কারচুপি বা ত্রুটি আছে কি না। আমরা কি বলব বর্তমান ভিসি যেহেতু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তাই পুরো বিশ্ববিদ্যালয় বিএনপির? এসব মিথ্যাচার বন্ধ করতে হবে।’
এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করা ওএমআর ফরম জামায়াতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে থাকেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরাসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
পরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে- জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ব্যক্তির কোম্পানি থেকে নেওয়া ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে এবং তাতে কারচুপির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
এমএ//