আন্তর্জাতিক

সর্বোচ্চ সতর্কাবস্থায় ইউরোপের ৩২ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুশ। এর জেরে ইউরোপের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া ও বেলারুশের ‘দ্য জাপাড ২০২৫’ নামে ওই সামরিক মহড়া শুক্রবার শুরু হয়ে শেষ হবে মঙ্গলবার। পোল্যান্ডে রুশ ড্রোন হামলার কয়েকদিন পরে সামরিক মহড়া শুরু করলো দেশ দুটি। ইউক্রেনে হামলার সময় রাশিয়ার অন্তত ১০ টি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে।

সামরিক মহড়া নিয়ে টেলিগ্রামে বার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, মহড়ার হলো কমান্ডার ও স্টাফদের দক্ষতা উন্নত করা, আঞ্চলিক ও জোটভুক্ত সেনা গোষ্ঠীগুলোর পারস্পরিক সহযোগিতা এবং মাঠ পর্যায়ের প্রশিক্ষণের মান বাড়ানো।

অন্যদিকে পোল্যান্ড সীমান্তের কাছাকাছি ওই মহড়া নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, সামরিক মহড়া কোন নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #বেলারুশ