বিনোদন

সর্বস্বান্ত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন বলিউড বাদশাহ

বিনোদন ডেস্ক

বলিউডের বাদশাহ শাহরুখ খান শুধু রূপালি পর্দার নায়কই নন বাস্তব জীবনেও মানবিকতার জন্যও খ্যাত। সম্প্রতি পাঞ্জাবে ৩৭ বছর পর সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এই বন্যায় পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

শাহরুখ তার স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন এর মাধ্যমে পাঞ্জাবের ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নিয়েছেন। অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী- পানীয় জল, খাবার, তোষক, মশারি, ফ্লোটিং কট ও ওষুধ সহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া ফাউন্ডেশন চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে, যার মাধ্যমে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন আশ্রয় তৈরি করা হবে।

শাহরুখ খান, সিনেমার শুটিং এবং ছেলের সিরিজের প্রচারণার মাঝে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যস্ততম সময়ে তিনি নিঃশব্দে পাঞ্জাববাসীর পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছেন। এর আগে তিনি একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন, “ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাববাসীর জন্য আমার মন কাঁদছে। ঈশ্বর তাদের মঙ্গল করুন এবং পাঞ্জাবের মনোবল যেন ভেঙে না পড়ে।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শাহরুখ খান