চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। নিহতরা হলেন, চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও পুত্রবধূ শামিমা আকতার (৪০)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারির দেওয়ানহাটে এ দুর্ঘটনা ঘটনা। দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কক্সবাজারগামী ঈগল পরিবহনের সাথে শহরগামী সিএনজি অটোরিকশা সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রমের ভাগিনী ও ভাগিনার বউ। তারা সিএনজি অটোরিকশায় দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন।
সার্জেন্ট মোহাম্মদ জিয়া বলেন, আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আই/এ