জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন জানিয়েছে, পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেশটির অবস্থান অপরিবর্তনযোগ্য। এসময় পরমাণু নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের চাপকে অগ্রাহ্য করে দেশটি। উত্তর কোরিয়ার বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিয়েনায় জাতিসংঘ দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ ও মৌলিক আইন অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারিত এবং এখন এটি অপরিবর্তনীয়।
পরমাণু নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের চাপকে একটি উস্কানিমূলক কাজ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল উল্লেখ করে পিয়ংইয়ং বলছে, মার্কিন পরমাণু হুমকি মোকাবিলায় পারমাণবিক অস্ত্র একটি অবিচ্ছেদ্য উপায়।
এনএস/