দেশজুড়ে

ঘরে ঢুকে প্রবাসির স্ত্রী, সন্তানকে গলা কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে গলাকেটে খুন করেছে দুবৃর্ত্তরা। নিহতরা হলেন, কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) ও তার ছেলে ইমরান নাজির (১৮)। ইমরান বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো এক সময়ে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে ওই বাড়িতে বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসেন। এ সময় তারা ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ পায়। চিৎকার ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন তারা দেয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশীরা জানান, ইদ্রিসের বড় মেয়ে ইলার ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কথা ছিল বুধবার। ছেলের বাড়ি দুপচাঁচিয়ায়। এজন্য বেশকিছু স্বর্ণালংকার কিনে বাড়িতে রাখেন তার মা। তাদের খুন করার পর দুর্বৃত্তরা বেশকিছু নগদ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ইমরানের ব্যবহৃত মোটরসাইকেলটিও নেই। রাতে মেহেদী হাসান নামে যে প্রতিবেশী তাদের বাড়িতে ছিল তারও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মো. রায়হান বলেন, হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে আমরা কাজ করছি। যে ছেলে রাতে তাদের বাড়িতে ছিল তার সন্ধান করা হচ্ছে। তাকে পাওয়া গেলে খুনের প্রকৃত কারণ জানা যাবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া