আন্তর্জাতিক

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল; স্বীকার করলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।  আর এই গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের ওপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাইয়ের বরাতে এমন তথ্য দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

তদন্ত কমিশন বলেছে, গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে।

বে তদন্ত প্রতিবেদনের নিন্দা জানিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেদনটির লেখকেরা হামাসের সহযোগী হিসেবে কাজ করছে।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজায় #গণহত্যা #চালিয়েছে #ইসরাইল #স্বীকার #করলো #জাতিসংঘ