গাজায় হামাসকে পুরোপুরি নির্মূল করতে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরাইল। গেলো রাত থেকে হাজার হাজার সেনা দিয়ে উপত্যকাটির খুব গভীরে এই অভিযান শুরু করা হয়।
আর এই অভিযানের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, গাজা জ্বলছে। ইসরাইলি সামরিক বাহিনী শক্ত হাতে সন্ত্রাসীদের অবকাঠামোয় আঘাত হেনেছে। হামাসকে পরাজিত ও বন্দিদের মুক্তি নিশ্চিতে ইসরাইলি সেনারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছে।
ইউরোপীয় বেশ কিছু দেশের নিষেধাজ্ঞার হুমকি ও বিশ্বপব্যাপী প্রতিবাদ সত্ত্বেও গাজায় চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরাইল।
গাজায় ইসরাইলের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়।
তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে।
এই গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দায়ী করা হয়েছে।
এনএস/