রাজনীতি

পিআর পদ্ধতিতে একবারের জন্য হলেও নির্বাচন চায় জামায়াত : তাহের

জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কমপক্ষে একবারের জন্য হলেও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন এবং আলোচনা উভয় প্রক্রিয়া একসঙ্গে চলবে

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। জামায়াতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির আমির ডা. শফিকুর রহমান

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় আমরা বলেছি, পিআরব্যবস্থা হলে কোনো আসনে একজন প্রার্থীর কেন্দ্র দখল করে জেতার প্রয়োজন হবে না। ফলে টাকার প্রভাব ও কেন্দ্র দখলের প্রবণতা হ্রাস পাবে। এ জন্য আমরা বলেছি, অন্তত একবার পরীক্ষামূলকভাবে হলেও পিআরব্যবস্থায় নির্বাচন আয়োজন করা হোক। যদি কার্যকর না হয়, ভবিষ্যতে অন্য পদ্ধতি গ্রহণ করা যাবে।

তাহের বলেন,  আজকে মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন সুষ্ঠু হবে কি না এবং একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছি, ৫৪ বছর পর বাংলাদেশের সামনে পরিবর্তনের বিশেষ সুযোগ এসেছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এ সুযোগ কাজে লাগাতে চায়। আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট যে, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।

এ জামায়াত নেতা বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তাহের