আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে লুক্সেমবার্গ।
এ বিষয়ে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ এখন দেখাচ্ছে যে, দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, ‘এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দুই রাষ্ট্র সমাধান সংক্রান্ত সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতিতে যোগ দিতে যাচ্ছে।
গেলো কয়েক মাস আগে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এরপর থেকে আরও একটি ডজনের বেশি পশ্চিমা দেশ একই ঘোষণা দিয়েছে।
এনএস/