গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের প্রধান শাখার দুইটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিল শাখায় ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটির জব্দ কার্যক্রম সম্পন্ন হয়।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বৃহত্তর তদন্তের স্বার্থে লকারগুলো সিলগালা করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গেল ১১ সেপ্টেম্বর শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখার আরেকটি লকার জব্দ করেছিল এনবিআরের একই ইউনিট।
এমএ//