আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৯৮ জনের মৃত্যু

ইসরাইলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেল ২৪ ঘণ্টায় ৯৮ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৮৫ জন।  বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 

এদিকে বুধবারও খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে ইসরাইলি বাহিনীর গুলিতে ৭ জন নিহত মারা গেছেন। আহত হয়েছেন ৮৭ জন।  সবশেষ হিসেব অনুযায়ী গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ২ হাজার ৫শ’ ৪ জন। আহত হয়েছেন ১৮ হাজার ৩শ’৪৮ জন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় ৬৫ হাজার ৬২ জন মারা গেছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #গাজা