ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের একটি হোটেলের ড্রোন বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হোটেলের প্রবেশদ্বারে ড্রোনটি আছড়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাই এই ড্রোনটি নিক্ষেপ করেছে।
অন্যদিকে, অবরুদ্ধ গাজা সিটিতে লাগাতার বিমান হামলা ও ড্রোন থেকে বোমাবর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু আকাশ থেকে নয়, বিস্ফোরক বোঝাই রোবট পাঠিয়ে বাড়িঘর ধ্বংস করছে দখলদার বাহিনী। ফলে হাজারো মানুষ বাধ্য হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
মধ্য গাজা থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, পরিস্থিতি মানুষের সহ্যের বাইরে চলে গেছে।
তিনি বলেন, ‘রাস্তা দিয়ে অনেক মানুষ প্রাণ বাঁচাতে ছুটে যাচ্ছেন। একজন অসুস্থ রোগীকেও ঠেলাগাড়িতে করে আত্মীয়রা উত্তর দিকে নিয়ে যাচ্ছেন।’
গাজা সিটি থেকে পালিয়ে আসা এক ব্যক্তি জানান, শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আকাশ থেকে নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ চলছে, পাশাপাশি বিস্ফোরক বহনকারী রিমোট–কন্ট্রোল রোবট দিয়ে একের পর এক ভবন ধসিয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা।
এমএ//