আন্তর্জাতিক

জেরুজালেমের একটিও পাথর ইসরাইলকে দেবো না: তুর্কি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘জেরুজালেমের একটিও পাথর ইসরাইলকে দেব না।’

তিনি আরও বলেন, "নেতানিয়াহু আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, কারণ আমরা তাকে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য—‘সিলভান শিলালিপি’ দেইনি।" 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরে অনুষ্ঠিত তুরস্কের শীর্ষ প্রযুক্তি উৎসব টেকনোফেস্টে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। 

তিনি আরও যোগ করেন, "তারা সিলভান শিলালিপির পেছনে ছুটছে, কিন্তু আমরা তা কোনো অবস্থাতেই তাদের কাছে দেব না।"

উল্লেখ্য সিলভান লিপি প্রাচীন হিব্রু ভাষায় লেখা অন্যতম গুরুত্বপূর্ণ শিলালিপি। বর্তমানে এটি ইস্তাম্বুলের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত। এটি উসমানীয় শাসনামলে পূর্ব জেরুজালেমে আবিষ্কৃত হয়েছিল।

সম্প্রতি নেতানিয়াহু দাবি করেন, তিনি তুরস্কের কাছে সিলভান লিপি চেয়েছিলেন। কিন্তু এরদোয়ান তা দেননি।

এর জবাবে এরদোয়ান বলেন, ‘যারা ৬৫ হাজার নিরীহ গাজাবাসীর রক্তে হাত রাঙিয়েছে, আমি তাদের বলছি—জেরুজালেম মুসলমানদের সম্মান, মর্যাদা ও গৌরবের প্রতীক।’

তিনি আরও বলেন, ষড়যন্ত্রমূলক যেকোনো পরিকল্পনার বিপরীতে তুরস্ক লড়াই চালিয়ে যাবে, যতক্ষণ না পূর্ব কুদসকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানাভুক্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #নেতানিয়াহু #এরদোয়ান